
মাদরাসা পরিচিতি
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় অবস্থিত
ঐতিহ্যবাহি দাওরাই গ্রামের দেশী/প্রবাসী তাওহীদি জনতা ও আলিম ওলামার প্রেম-ভালবাসা ও শ্রমে তিলে তিলে ঘড়ে উঠা অন্যতম এক দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম হল-
"মুজাহিরুল ঊলূম ইসলামিয়া আরাবিয়া মাদরাসা"
যা বিগত প্রায় ৩ যুগ ধরে বিচক্ষণ আসাতিযায়ে কেরামগণদ্বারা পরিচালিত হয়ে আসছে,
প্রত্যেক বৎসর অসংখ্যছাত্র-ছাত্রি ও হাফিজ এখানে পড়া-লেখা শেষ করে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে উচ্চশিক্ষা অর্জন করে মাদরাসা সহ দেশ ও দ্বীন ইসলামের খেদমত করছেন যা অনিস্বিকার্য।
No comments:
Post a Comment